Sunday, September 23, 2018

রাজবংশী সমাজোত চলতি মিথ : শামুকের জন্মকথা

                                 গোটাইয়া : 
                            হেমন্ত কুমার রায় 

       রাজা হরিশচন্দ্র মুনি-ঋষির দানের দক্ষিণা দিবার যায়া ফতুর হৈছিলেক। তায় অভাবত পরি ডোমের কাজ, মানে শুয়র চরার কাজ করিছিলেক। পত্তিদিনে শুয়রের গু পরিষ্কার কৈরতে উয়ার খিব অসুবিধা হৈছিলেক। তায় উঞায় ধর্মঠাকুরক পারথনা করি কৈছিলেক--"আইসা কালি থাকি মুই আর শুয়রের গু সান্টা-সান্টি করির পাইম না। ধর্মঠাকুর তুই খোয়ার পরিষ্কার করার ব্যবস্থা কর।" পরের দিন হরিশচন্দ্র দেখিলেক, শুয়রের হাগাগুলা শামুকের ঢক ধরিয়া খোয়ারের ফাক দিয়া বাইরিয়া যাবার নাইগছে। তখন থাকি শামুকের জন্ম হৈলেক।

খেও : ডঃ মাযহাৰুল ইছলাম তৰু, বাংলাদেশের আদিবাসী সংস্কৃতি।

2 comments: